আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার সদর উপজেলার চন্দ্রমোহন বাজারে অভিযান চালিয়ে মোঃ তোহা (৩৩) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। আটকের পর সোমবার রাতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের পরিচালনাধীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তোহা দীর্ঘদিন থেকে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ওই বাজারে চিকিৎসা ব্যবসা করে আসছিলো। একই এলাকার কহিনুর বেগম কথিত চিকিৎসক তোহার কাছে চিকিৎসা নিয়ে প্যারালাইজড আক্রান্ত হয়।

এ ঘটনায় কহিনুরের স্বজনরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনের দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর সহযোগিতায় চন্দ্রমোহন বাজারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মোঃ তোহাকে তার চেম্বার থেকে আটক করে। অভিযানে ওই চেম্বার থেকে সরকারীভাবে নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। দন্ডপ্রাপ্তকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)