ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত এক মাস ধরে প্রস্তুতি নিয়ে বুধবার বিকেল তিনটায় হবার নির্ধারিত সময় থাকলেও হঠাৎ করে মঙ্গলবার রাতে আওয়ামীলীগের দলীয় হাই কমান্ড ও দলের সেক্রেটারী সড়ক ও সেতু মন্ত্রি ওবায়দুল কােেদরের নির্দেশে স্থগিত করে দেওয়া হয়েছে বলে উপজেলা দলীয় সুত্র এতথ্য নিশ্চিত করেছে।

এর পেছনে বড় ধরনের দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ ঘটেছে। ব্যাপক আয়োজন ও হাজার হাজার নেতাকর্মীদের উৎফুল্লতা একে বারে থেমে গেছে।নের্তবৃন্দের একরকম মাথায় হাত।

বিগত সময় থেকে সাবেক এমপি এম এ মালেকের সাথে চরম কোন্দল রয়েছে। বিগত সময়ে এমপি থাকা কালে এমএ মালেক বর্তমান এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সাথে প্রকশ্যে বাজে সমালোচনা করেছেন।

পরবর্তীতে বেনজীর আহমদ এমপি নির্বাচিত হবার পর প্রায় দশ মাস সাবেক এমপি মালেককে সাথে নিয়ে দলীয় সকল কাজ করলেও উজলোর সকল সম্মেলন নিয়ে বেড়ে যায় আরো কোন্দল। এক পর্যায়ে অতি সম্প্রতি সাবেক ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মালেককে দলীয় নেতা কর্মীরা অবাঞ্চিত ঘোষনা করে তাকে কোনো সম্মেলনে সভাপতির তো দুরের কথা, ডাকাও হয়নি বলে অভিযোগ উঠেছে।

এর জেড় ধরেই পৌর সভা ও উপজেলা আওয়ামীগের ব্যাপক আয়োজন করা সম্মেলন পন্ড হয়ে গেলো বলে বিভিন্ন সুত্র এ দাবি করছেন।

আজ বিকেলে ওই মঞ্চে বিজয় দিবসের আলোচনা সভা হবে বলে জানান পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবারের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী পৌর কাউন্সিলর মোঃ শহিদুল্লাহ।

এছাড়া অন্যান্য নেতবৃন্দ এ বিষয়ে এড়িয়ে যান।

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৯)