গাইবান্ধা প্রতিনিধি : স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় সন্ধানী ডোনার ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধানী ডোনার ক্লাব র‌্যালী শেষে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্ধানী ডোনার ক্লাব গাইবান্ধা সভাপতি ও সিভিল সার্জন ডাঃ এ.বি.এম আবু হানিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু করা হয় এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এডিসি রোকসানা বেগম, এডিশনাল এসপি আনোয়ার হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহফুজার রহমান, গাইবান্ধা সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন,বিএমএ সভাপতি শহীদুজ্জামান হারুন, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি হারুন-অর- রশিদ, সহ সভাপতি তাহসিনুর রহমান, কার্যকারী উপদেষ্টা নাহিদ চৌধুরী রিয়াদ,কেএম রফিকুল ইসলাম, মমিনুল ইসলাম কাইয়ুম, হারেজ উদ্দিন জিলাদার, সাধারন সম্পাদক নয়ন চন্দ্র প্রমুখ।

(এস/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৯)