সজল কুমার সরকার

রাজভৃত্য আমি, তবু আজ্ঞা করিনা পালন।
শতদল কুসুম বাগে করিনু প্রবেশ
বিশ্বময় দিয়েছে মোরে রাজসিংহাসন।।

মাতৃব্যূহ ভেদ করে যে শিশু, লভিল অনেক আশা।
নিষ্পাপ শিশু আমার বহিছে যন্ত্রণা
রাখিলাম তারে, মূক-বধির করে,
চিনেনা বর্ণ মালা পারেনা উচ্চারণ
মাতৃবর্ণ শিশু মুখে পায়না খুঁজে ভাষা।।

আর ব্রাহ্মণ আমি, মত্ত হয়ে ক্ষাত্র অহংকারে
সন্ন্যাসী আজ হয়েছি সর্বভুক।
নিজ কর্তব্যের ত্রুটি করিতে ক্ষলন
নিষ্পাপ কত শিশু দিয়াছি বলি
নাই মম হৃদে তবু কোন পুত্রশোক।।
রাজধর্ম, নরধর্ম আর পিতৃধর্ম করে ধিক্ ধিক্।
পূর্ণ সদা বহুপাপে, তবু ঋত্বিক।।

পান্ডুপুত্রগণ এবার উঠ জাগি
নাশিতে হইবে কৌরবকর্ণ
লহ নব নব কৌশল- লগি।।
দীপ্তসূর্যসম মম শিশুদের মূর্তি
ভাষায় উদ্ভাসিত হোক তার অনির্বাণ জ্যোতি।।