কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ডাকাতের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদ আলম ভূট্টো (৩৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার সংলগ্ন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ডাকাত চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আব্দুল জব্বার সিকদার পাড়ার কোরবান আলীর পুত্র খোরশেদ আলম ভূট্টো (৩৫)। আহত পুলিশ সদস্যরা হলেন চকরিয়া থানর এসআই সুখেন্দু বসু ও কনস্টেবল প্রশান্ত গোস্বামী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানিয়েছেন, খোরশেদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৭ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বেতুয়া বাজার সংলগ্ন ব্রিজের পূর্ব পাশে পৌছঁলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ২০/২৫ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে ১০/১৫ রাউন্ড পাল্টা গুলি চালায়। এতে পুলিশের ২ সদস্য আহত হয়েছে এবং গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত খোরশেদকে গ্রেফতার করা হয়েছে। আহত খোরশেদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানিয়েছেন, এ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(টিটি/এএস/আগস্ট ০৫, ২০১৪)