রঘুনাথ খাঁ,সাতক্ষীরা : ‘অভিগম্য আগামির পথে’ এ স্লোগানকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ১৮তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেব অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।

সেখানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরদার, সহকারি পরিচালক হারুণ অর রশীদ, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।

সভা শেষে দু’ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও পাঁচজনকে সাদা ছড়ি দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৯)