আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  

কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে রবি মৌসুমে সরকারের কৃষি অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচীর আওতায় চাষিদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়েজিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ মন্ডলসহ উপ-সহকারী কৃষি কর্শকর্তাগণ।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬শ চাষীর মধ্যে ২৩০ জনকে ২কেজি করে ভুট্টা বীজ, ২শ ২০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ১শ জনকে ৫কেজি করে শীতকালীন মুগডাল, ৫০জনকে কেজি করে গ্রীস্ম কালীন মুগডাল বীজ বিতরণ করা হয়।

ভুট্টা ও সরিষা চাষিদের ২০ কেজি করে ড্যাপ ও ১০ এমওপি সার, মুগডাল চাষিদের ১০ কেজি ড্যাব ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৯)