সিলেট প্রতিনিধি : নৌপথে কয়লা পরিবাহী নৌযান আটকিয়ে চাঁদা আদায়কালে সুনামগঞ্জের তাহিরপুরের ছয় চিহ্নিত পেশাদার চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদী হতে চাঁদাবাজ চক্রের সদস্যদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে কামরুল হাসান, একই গ্রামের মৃত তাহির আলীর ছেলে শাহিবুর রহমান, আব্দুল হেকিমের ছেলে দুলাল মিয়া, আব্দুল কুদ্দুছের ছেলে রইছ মিয়া, মৃত আবুল ফজলের ছেলে জয়েল মিয়া, আব্দুল হারিছের ছেলে জসিম উদ্দিন।,
এ সময় চাঁদাবাজ চক্রের হেফাজতে থাকা আদায়কৃত চাঁদার বিপুল পরিমাণ নগদ টাকা ও তাদেও ব্যবহ্নত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদীর নৌপথে কয়লা পরিবাহী বিভিন্ন নৌযান আটকিয়ে জোরপূর্বক চাঁদা আদায়কালে থানার এসআই দীপংকর বিশ্বাস,এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে চাঁদাবাজ চক্রের ওই ছয় সদস্যকে আটক করেন।,

আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৯)