সিলেট প্রতিনিধি : বেআইনিভাবে অনধিকার প্রবেশপুর্বক সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্যরাতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এক তহশীলদারসহ চার জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালত এক মাস (৩০ দিন)’র কারাদন্ড দিয়েছেন।

বৃৃহস্পতিবার সকালে দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, জেলা শহরের নতুন পাড়ার নলিনী কান্ত পুরকায়স্থ’র ছেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশীলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ(৪৬),সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮), দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম(৪৮) ও ঝলকাঁটি জেলার নলছিটি উপজেলা সদরের আহমদ হোসেন তালুকদারের ছেলে এবং ব্রাম্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪)।

এর পূর্বে বুধবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ জেলা শহরের রিভারভিউ পয়েন্টে থাকা অফিসার্স কøাব হতে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে জুয়া খেলার বিভিন্ন উপকরণ,মলীর উওেজক পানিয় ক্যান, একাধিক সিগারেটর প্যাকেট, জুয়ার বোর্ডে থাকা ৪ হাজার ১’শত টাকাসহ নগদ ৩০ হাজার ৭২ টাকা জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিত্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুল আহাদের নির্দেশে জেলা শহরের রিভারভিউ পয়েন্টে থাকা অফিসার্স ক্লাবে বেআইনিভাবে অনধিকার প্রবেশপুর্বক প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সদর থানা পুলিশের সহযোগীতায় বুধবার মধ্যরাত পরবর্তী দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই চার জুয়ারীকে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, জুয়ার বোর্ডে বাজিতে ধরা নগদ টাকা সহ আটক করা হয়।

এরপর রাতেই অফিসার্স ক্লাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সম্রাট হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার জুয়ারীকে এক মাসের (৩০ দিন) কারাদন্ড রায় প্রদান করেন।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. স¤্রাট হোসেন জানান, প্রকাশ্য জুয়া খেলার অপরাধ আসামীরা স্বীকার করে নেয়ায় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় তাদেরকে এক (৩০) মাসের কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম রেজাউল করিম, মো. জহিরুল আলম, সহ সদর মডেল থানার এসআই মুহিত মিয়াসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মুহিত মিয়া জানান, রাতে থানা হাজতে রাখার পর বৃহস্পতিবার সকালে চার জুয়ারীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৯)