নওগাঁ প্রতিনিধি : “অভিগম্য আগামীর পথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর ধামইরহাট ও সাপাহারে ২৮তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত  হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গনে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই নিউটন,ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী মোঃ আবুল মনসুর, প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল আলম, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী,অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুরুপ কর্মসূচী জেলার ধামইরহাট উপজেলাতেও পালিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন, শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে ৪জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেন তিনি।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৯)