হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে খাদ্যে বিষাক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষাক্রান্তরা হলেন উপজেলার দাউদপুর গ্রামের আক্কার আলীর মেয়ে মুন্না বেগম, পুত্র নুর আলী, ওয়াহিদ আলী ও ওয়াহিদ আলীর স্ত্রী লীলা বেগম। আক্রান্তরা সৎ মায়ের বিরুদ্ধে খাদ্যে বিষ মেশানোর অভিযোগ করেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার রাতে আক্কার আলীর পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান। রাত দেড়টার দিকে উল্লেখিতরা ছটফট করতে থাকেন। অবস্থার অবনতি ঘটলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। আক্কার আলীর পরিবারে দুই স্ত্রী রয়েছেন। প্রায়ই তাদের পরিবারে বিরোধ দেখা দেয়। আক্রান্তরা দাবি করছেন তাদের সৎ মা খাবারে বিষ মিশিয়ে রেখেছিলেন।
নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রাতে ফোনে বিষাক্রান্ত হবার খবর পেলে আমি আক্রান্তদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেই। খাদ্যে বিষ থেকে এই ঘটনা ঘটতে পারে। আক্রান্তরা এ ব্যাপারে সৎ মাকে দোষারোপ করছে। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(পিডিএস/এএস/আগস্ট ০৫, ২০১৪)