ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কয়েকদিন ঈশ্বরদীতে পেঁয়াজ ২৫০ টাকা কেজি হতে নেমে ১৫০ টাকায় বিক্রি হলেও আবারও দাম বাড়তে শুরু হয়েছে। চার দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। শুক্রবার বাজারে দেশী অপুষ্ট নতুন পেঁয়াজ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 

বুধবার থেকেই দাম বাড়ছে। বুধবার খুচরা বাজারে ১৬০ টাকা কেজিতে বিক্রি হয়। বৃহস্পতিবার ২০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হয়। পাইকারী আড়তের চেয়ে খুচরা বাজারে দামের পার্থক্য ৫ হতে ১০ টাকা। চার দিনের মধ্যেই আবারও মণ প্রতি পেঁয়াজের দাম ২,০০০ টাকা বেড়ে গেছে। বাজারে আমদানীকৃত তুরস্কের পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে সীমিত পরিসরে বিক্রি হচ্ছে। বিশালাকৃতির এই পেঁয়াজ ক্রেতাদের তেমন একটা আকৃষ্ট করতে পারছে না।

এরই মধ্যে পুরাতন পেঁয়াজ বাজার হতে উধাও হয়েছে। সরকারিভাবে টিসিবির মাধ্যমে আমদানিকৃত পেঁয়াজ ঈশ্বরদীতে সরবরাহ হয়নি অপুষ্ট দেশী নতুন পেঁয়াজের আমদানী কম হওয়ায় দাম বাড়ছে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)