নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শিক্ষার্থীদের সারা বছরের শিক্ষার মান ও মেধা যাচাইয়ের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশন-২০১৯ বৃত্তি অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ২৭ টি কিন্ডারগার্টেনের নার্সারী থেকে পঞ্চম শ্রেনীর মোট ৯৫২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, সহকারি শিক্ষক হোসেন আলী মনছুর, বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের ঢাকা বিভাগের প্রধান খান মো. কামাল পাশা, উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মো. ওবায়েদ হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের নাগরপুর উপজেলা আহবায়ক ও উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

(আরএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)