রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে রাজারহাট হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। 

৬ ডিসেম্বর শুক্রবার দিবসটি উপলক্ষে ঠাঁটমারী বধ্যভূমি স্মৃতিস্মম্ভে শহীদদের স্মরণে সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেষে স্মৃতিস্মম্ভ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ইউএনও মোহাঃ যোবায়ের হোসেন,ওসি কৃষ্ণ কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো.রজব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার,যুগ্ন আহবায়ক মো. সামিউল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক আব্দুস ছালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

(এস/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)