গাইবান্ধা প্রতিনিধি : ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে গাইবান্ধা হানাদার মুক্ত হয়।

কোম্পানি কমান্ডার মাহবুব এলাহী রঞ্জুর (বীর প্রতীক) নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন হয়ে গাইবান্ধায় প্রবেশ করে। খবর পেয়ে রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাকিস্তানী হানাদার বাহিনী তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে যায়।

এর আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেলস্টেশনের উত্তর পাশে বোমা ফেলে। ফলে পাকিস্তানী বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে মুক্তিযোদ্ধাদের আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৯)