টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ।

শনিবার দুপুরে তিনি টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তিনি মওলানা ভাসানীর কুড়ে ঘর ও যাদুঘর পরিদর্শন করেন। এসময় ঢাকাস্থ উত্তর কোরিয়া দুতাবাসের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে রাষ্ট্রদূত ভাসানীর মাজার প্রাঙ্গনে পৌঁছালে তাকে স্বাগত জানান ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প বলেন, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমি এখানে এসেছি আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দেখতে। দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভাসানী মাজারে আসতে পেরে আমি খুব খুশি।

বিকেলে স্থানীয় সাধারণ গ্রন্থাগারে উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কমরেড কিম জং ইল (H.E COMRADE KIM JUNG IL) এর ৮ম প্রয়ান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়া এ্যাম্বাসিডর ডিএমসি এন্ড কাউন্সিলর পাক ইয়ং চল, (PAK YONG CHOL), মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, ভাসানী গবেষক সৈয়দ ইফরানুল বারি প্রমুখ।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৯)