সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ৭ ডিসেম্বর শনিবার কেন্দুয়া হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

“মুক্তিযুদ্ধে কেন্দুয়া” গ্রন্থের প্রনেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রাশেদুজ্জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার গোলাম জিলানী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুস খন্দকার লাল চাঁন। সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ভাতা সহ বিভিন্ন সুবিধা ভোগ করছেন তারা অন্যায় করছেন তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। একই সঙ্গে তিনি আগামী দিনে ঘটা করে হানাদার মুক্ত দিবস পালনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)