সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী বলেছেন, মাদক জঙ্গি সমস্যার থেকেও ভয়াবহ। কোন পরিবারের একজন সদস্যও যদি মাদকাসক্ত হয় সেক্ষেত্রে সেই পরিবারের সকল সদস্যরা অস্থির থাকেন। দিন দিন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের মুখে চলে যায় এই পরিবারটি।

তিনি নেত্রকোনায় যোগদানের পর থেকেই মাদককে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সততা, নিষ্ঠা এবং সাহসীকতার সঙ্গে কাজ করে আসছেন। জীবন ধ্বংসকারী এই মাদক প্রসঙ্গে তিনি বলেন, যদি পুলিশের কোন সদস্যও এই মাদকের সঙ্গে কোন না কোন ভাবে জড়িত থাকে সেক্ষেত্রে তাকেও কোন প্রকার ছাড় দেয়া হবে না।

আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার স্যান্ধার আগে মোবাইল ফোনে এক প্রশ্নের জবাবে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন। পুলিশ সুপার আকবর আলী মুনসী আরো বলেন, আগামী মুজিব বর্ষে পুলিশ সদর দপ্তরের জাতীয় কর্মসূচীর আলোকে এখন পর্যন্ত হামদ নাত, দোয়া এবং জমজমাট কাবাডি খেলার আয়োজন করা হবে। তিনি সমাজের সকলের প্রতি মাদক কে না বলার আহব্বান জানান।

(এসবি/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)