স্পোর্টস ডেস্ক : এবারের এসএ গেমসে আর্চারি নিয়ে অনেক বড় আশা ছিল বাংলাদেশ কন্টিনজেন্টের। অবশেষে সেই আশাই পূরণ করছে আর্চাররা। পুরুষ আর্চারদের পর এবার নারী আর্চারিতেও এলো স্বর্ণের খবর। এবার দিনের ৬ষ্ঠ এবং সব মিলিয়ে ১৩তম স্বর্ণ এলো নারী আর্চারদের হাত ধরে।

আর্চারিতে নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এর আগে পুরুষদের দলগত উভেন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশের আর্চাররা।

নেপাল এসএ গেমস এবার বাংলাদেশের জন্য পুরোপুরি সোনায় মোড়ানো। এখনও পর্যন্ত মোট ১৩টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। অথচ, গত এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণ জিতেছিল মাত্র ৪টি।

নারীদের দলগত কম্পাউন্ড ইভেন্টে ছিলেন শ্যামলী রায়, সুস্মিতা বনিক ও সুমা বিশ্বাস। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন শ্রীলংকার মেয়েরা। আর ব্রোঞ্জ পেয়েছেন স্বাগতিক নেপালের আরচাররা।

গেমসে এটি আরাচরিতে বাংলাদেশে পঞ্চম স্বর্ণ এবং ওভারঅল ১৩ তম স্বর্ণ। এর আগে বাংলাদেশ আরচারিতে চারটি, কারাতেকে তিনটি, ভারোত্তোলনে দুটি এবং ক্রিকেট, তায়কোয়ানদো ও ফেন্সিংয়ে একটি করে সোনার পদক জিতেছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৯)