স্টাফ রিপোর্টার, দিনাজপুর : পুলিশের বাধার মুখে পন্ড হয়েছে দিনাজপুর জেলা বিএনপি পুর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসুচী। পরে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ করেছে নেতা-কর্মীরা। এতে দুধের স্বাদ তাদের ঘলে মিটেছে বলে মন্তব্য করেছেন,রাজনৈতিক বিশ্লেষকরা। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রোবার বেলা সোয়া ১২টায় দিনাজপুর বিএনপি কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের তরতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে।এসময় নেতা-কর্মীরা বের হওয়ার চেষ্টা করলে পুলিশ কার্যালর্যের প্রধান গেটে বেরিকেড দেয়।পরে নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ করতে থাকে।

এসময় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানায়।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক রেজিনা ইসলাম, জেলা বিএনপি’যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান জুয়েল, মহিলা দলের সাধারন সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা বিএনপির সভাপতি মো ছাত্রদলের সাধারন সম্পাদক আবজাত সেতু, মনজুর মুরশেদ সুমনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা। ১২ তারিখে যদি দেশনেত্রী খালেদা জিয়ার জামিন নিয়ে কোন প্রকার টালবাহানা সরকার করে তবে আমরা পুলিশের বুলেট উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করব বলে জানায় বিক্ষোভকারীরা।

(ওস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৯)