রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লোহাগড়া থানামুক্ত দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর লোহাগড়া থানা অভ্যন্তরে শহিদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের কবর জিয়ারত করা হয়। সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদার, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, মুক্তিযোদ্ধা শামসুল আলম কচি প্রমুখ।

(আরএম/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৯)