স্পোর্টস ডেস্ক : এসএ গেমস আরচারিতে নেই ভারত। যে কারণে এই ইভেন্ট থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য আশা করেছিল। আরচাররাও হতাশ করনেনি। এই ইভেন্টের প্রথম দিন শেষ হওয়া ৬টি ইভেন্টের সবগুলো থেকেই বাংলাদেশকে স্বর্ণ উপহার দিয়েছেন আরচাররা।

দিনের শেষ ইভেন্ট ছিল দলগত মিশ্র কম্পাউন্ড। এই ইভেন্টে স্বাগতিক নেপালকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আরচাররা।

এ নিয়ে নেপালে চলমান এসএ গেমসের ৮ম দিন শেষে মোট ১৪টি স্বর্ণ জিতলো বাংলাদেশ। শেষ দিনে আজ মোট ৭টি স্বর্ণ এসেছে বাংলাদেশের ঝুলিতে। যার ৬টিই আরচারি থেকে। একটি এসেছে নারী ক্রিকেট থেকে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৯)