স্টাফ রিপোর্টার : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক।

কর্মসংস্থান ব্যাংক থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ জন্য রবিবার (৮ ডিসেম্বর) এসডিএফ’র ঢাকার প্রধান কার্যালয়ে কর্মসংস্থান ব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মুখ্য উদ্দেশ্য হলো- এসডিএফ’র প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ দেয়া।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফতেমার উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এসডিএফর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসডিএফ’র চেয়ারম্যান এম আই চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এবং উপ-মহাব্যবস্থাপক এম এম মাহবুব আলমসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)