আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ ননী মজুমদার, মিল শ্রমিকসহ দুই জনের মৃত্যু। অপর দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত গুরুতর আহত হয়ে বরিশার শেবাচিম হাসপাতালে ভর্তি ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহসড়কের আগৈলঝাড়ার ফুল্লশ্রী এলাকায় সোমবার দুপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চোঁখ দিয়ে বাঁশ ঢুকে মাথা এফোর ওফোর হয়ে ইজিবাইক আরোহী মিল শ্রমিক জামাল (৫০) গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে উপজেলা হাসাপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে গৌরনদী এলাকা অতিক্রমকালে জামাল মারা যায়। নিহত জামাল দাসেরহাট এলাকায় কালুর তেল মিলের শ্রমিক ছিল। তার বাড়ি বাগেরহাট এলাকায়।

একই ওই দিন মহাসড়কে লোকাল বাসের চাকায় পিষ্ঠ হয়ে রামানন্দেরআঁক গ্রামের নিরাঞ্জন মজুমদারের ছেলে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা দুই সন্তারের জনক ননী মজুমদার নিহত হন।

অপরদিকে ওই মহাসড়কের ফুল্লশ্রীর পুরান ডাক বাংলো এলাকায় বিকেলে ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর মোটরসাইকেলে উপজেলা সদরে যাবার পথে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট, ১৩-৪৪১২) ধাক্কা দেয়। এতে সাগর গুরুতর আহত হয়। গুরুতর আহত সাগরকে তাৎক্ষনিক উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)