গাইবান্ধা প্রতিনিধি : ‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, মাহমুদা পারুল, নাজমুন্নাহার শান্তি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পর্যায়ের ৫ জন ও উপজেলা পর্যায়ের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)