পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদয়াপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা সফল জয়িতাদের সম্মাননা, বার্ষিক আনুদানের চেক বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। 

৯ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে জয়িতা অন্বেষণে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বিশেষ অতিথি ছিলের জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম, পাংশা পৌর সভার প্যানের মেয়র রাশিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এম . এ নাহার।

৫ জন নারীকে সফল জয়িতা সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয় সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি, শিক্ষা চাকুরী সাফল্য অর্জন কারী নারী রাসেদা খাতুন, সফল জননী নারী রোকেয়া পারভীন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্দোমে জীবন শুরু মনোয়ারা খাতুন ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী সারতী রানী কুন্ডুকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)