আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বাঁশ দিয়ে ভিজিয়ে খাল দখল ও উন্নয়ন বাঁধের কারনে পানি প্রবাহ বন্ধ হওয়ায় বিপাকে পরেছে কয়েক হাজার কৃষক পরিবারসহ সাধারণ জনগণ।

সরেজমিনে দেখা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদর থেকে পূর্বদিকে গৈলা ইউনিয়নে প্রবহমান খালের ফুল্লশ্রী এলাকায় কয়েকজন প্রভাবশালী বাঁশ ব্যবসায়ি তাদের ব্যবসার জন্য খালের মধ্যে বাঁশ ভিজিয়ে খাল দখল করে রেখেছে। অভিযোগ রয়েছে তারা প্রশাসনকে মাসোহারা দিয়ে খালের মধ্যে বাঁশ ভিজিয়ে দীর্ঘদিন এই ব্যবসা চালিয়ে আসছে। ফলে পানির প্রবহমান স্রোত বন্ধ হয়ে যাওয়া জোয়ারের সময় খানে পানি পাচ্ছে না উপজেলা পূর্ব দিকের ওই গৈলা ইউনিয়নের চাষিরা।

অপরদিকে সড়ক ও জনপথ বিভাগের সড়ক নির্মান কাজের জন্য কান্দিরপাড়, উপজেলা সদর, রাজিহার, খালের মুখে দেয়া একাধিক বাঁধ কাজের পরেও গত এক বছরে অপসারণ না করায় আসন্ন ইরি বোরো মৌসুমে পানি সংকটে চাষাবাদ নিয়ে চরম অনাগ্রহ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকের চাষাবাদে অনাগ্রহের কারণে এবছর অনেক এলাকার জমি অনাবাদী থাকার সম্ভাবনা দেখা দিয়েছে ।

বাঁশ ও বাঁধের কারণে চাষিদের পানি সংকটের কারণে ব্যবসায়িরা নৌকার মাধ্যমে তাদের পন্য পরিবহন করতে পারছে না। ফলে দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পাচ্ছে।

সড়ক নির্মাণের জন্য দেয়া বাঁধ ও মাসোহারার মাধ্যমে বাঁশ দিয়ে খাল দখল করে রাখার ব্যপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন বিষয়টি তার জানা ছিল না। তবে এ ব্যাপারে শিঘ্রই আইনগত ব্যবস্থা নেবেন তিনি।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৯)