উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বানিজ্যমন্ত্রীর অপসারণের দাবীতে অনশন পালনকারী চা বিক্রেতা আরমান হোসেনকে জীবন ও জীবিকা কেড়ে নেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান, অনুপম দেবাশীষ রায়, ছাত্রনেতা এ.পি.এম. সোহেল, ফরিদ আহম্মদ প্রমুখ।

ভুক্তভোগী আরমান হোসেন পলাশ বলেন, “ফুটপাতের চাঁদা বিষয়ে গণমাধ্যমে কথা বলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বানিজ্যমন্ত্রীর অপসারণের দাবীতে অনশন পালন করায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। ব্যর্থতার দায় নিয়ে বানিজ্যমন্ত্রী পদত্যাগ না করে উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা আমার উপর হুমকি আসছে। আমি পল্টনে আমার দোকানে বসতে পারছি না। আমার জীবিকা বন্ধ হয়ে গিয়েছে। আমি নির্ভয়ে বাঁচতে চাই।”

(পিআর/এসপি/ডিসেম্বর ১০, ২০১৯)