গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

শোভাযাত্রা শেষে সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, প্রেসক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, ইসলামাবাদ মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, মোঃ আমিরুল মোমেনীন, পূর্বধলা ভোরের কাগজ প্রতিনিধি তিলক রায় টুলু, আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, ডাঃ সঞ্জিব পাল, ধনিয়াকান্দি মাদরাসার অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, এম.এ সালাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডাঃ এ.কে.এম মাহফুজুল হক, কবি শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংঠনিক সম্পাদক মোঃ সামছুজ্জামান আরিফ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আল ইমরান মুক্তা, মানবাধিকার কর্মী সুবীর কুমার হোম চৌধুরী, ইন্দ্রজিদ দে পাপ্পু, অলকেশ পন্ডিত, মোঃ শামীম আনোয়ার শামীম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া সার্চ হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহর পদক্ষিণ করে। র‌্যালি শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি আসেকুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার রিপনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, সংগঠনের জেলা শাখার সভাপতি হায়দার আলম শাহীন, সহ সভাপতি আল্লামা জালালী, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, হাবিবুর রহমান হাবিব, আবুল কাশেম, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন দুলাল, আশীষ চৌহান, অমল চন্দ্র দাস, সমীরন, গনেশ, মিন্টু, শাহীন, ইউসূফ, কাঞ্চন, এনামূল, স্বপন, শামীম, কামাল প্রমুখ।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৯)