গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে স্থানীয় অডিটোরিয়ামে আলোচনা সভানুষ্ঠিত হয়।

ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর- বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে ‘গল্পে গল্পে মুক্তিযুদ্ধ’ প্রবন্ধের মোড়ক উন্মোচন করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধাগণকে ভিডিও চিত্র ধারণকৃত সিডি উপহার দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি- বাবলু মিয়া।

আলোচনা সভায় বক্তব্যরা বলেন- ১৯৭১ সালের এই দিনে (১০ ডিসেম্বর) পাক-হানাদার বাহিনীর দোষররা এদেশের মুক্তিকামী বীর বাঙ্গালীর পাল্টা আক্রমণ পিঁছু হঠলে সুন্দরগঞ্জ হানাদার মুক্ত হয়। তখন থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৯)