রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে  ৫৮৫  গ্রাম স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এর দাম ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

বুধবার সকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়ি বাঁধের ওপর থেকে এই স্বর্ণ আটক করা হয়। এ সময় গ্রেফতার করা হয় সজীব হোসেন নামের এক চোরাকারবারীকে। সজীব ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হারুন জানান সকালে হাবিলদার রেজাউলের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের বেড়িবাঁধের ওপর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় তার দেহ তল্লাশি করে পাওয়া যায় স্বর্ণ। আটক সজীব এই স্বর্ণ ভারতে পাচার করছিল।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান চোরাকারবারী সজীব হোসেনকে জব্দকৃত সোনাসহ ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১১, ২০১৯)