সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউ.এন.ও আল-ইমরান রুহুল ইসলাম লাইসেন্স বিহীন ইট ভাটা “একতা বিল্ডার্সের” মালিককে এক লাখ টাকা জরিমানা ধার্য করেছেন। সঙ্গে সঙ্গে ইট ভাটার মালিক শফিকুল ইসলাম বাদল ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা পরিশোধ করেন। 

কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর এলাকায় লাইসেন্স বিহীন ইট ভাটা “একতা বিল্ডার্স” পরিচালনা করে ইট পুড়িয়ে আসছিলেন মালিক শফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ এই ভাটাটির ইট পুড়ানো বন্ধ করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, ভাটার মালিক শফিকুল ইসলাম বাদল ইট ভাটার কোন লাইসেন্স না করেই অবৈধ ভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ইট পুড়িয়ে আসছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে “একতা বিল্ডার্স” নামক ইট ভাটার ইট পুড়ানো বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর আওতায় মালিক শফিকুল ইসলাম বাদলের কাছ থেকে অবৈধ কার্যক্রম পরিচালনা করায় এক লাখ টাকা জরিমানা ধার্য করে সঙ্গে সঙ্গেই আদায় করা হয়েছে।

(এসবি/এসপি/ডিসেম্বর ১১, ২০১৯)