সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাল্য বিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার কেন্দুয়ায় মানববন্ধন, র‌্যালী, শপথবাক্য পাঠ ও গণস্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক, বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা আইনজীবী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বাল্য বিয়েকে না বলার দাবিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গীতিকার মোঃ নূরুল ইসলাম। এদিকে বাল্যবিয়েকে না বলার শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার ভূমি শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সুমি, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম জিলানী, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ বাল্য বিয়ে মুক্ত করার জন্য তাদের মতামত তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা বাল্য বিয়ে করবনা, করতে দেবনা, ইত্যাদি স্লোগানে স্লোগানে বাল্য বিয়ের প্রতিরোধ করেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১১, ২০১৯)