স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে দগ্ধ আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

ফয়সাল এবং জাহাঙ্গীর নামে দুজন সর্বশেষ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ন ইউনিটের আবাসিক সার্জন আ ফ ম আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া মেহিদী নামে আরও একজন মারা গেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এরআগে বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়।

বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহসহ ৩২ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন উইনিটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে ১১ জনকে পাঠানো হয় নবনির্মিতি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। বাকিরা রয়েছেন ঢামেকের বার্ন ইউনিটে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১২, ২০১৯)