কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি পর্যায়ে ধান ক্রয় শুরু হয়েছে। ২৬ টাকা কেজি দরে বৃহস্পতিবার সকাল ১০টায় এ ধান ক্রয় কার্যক্রমের উদ্ধোধণ করেন ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। এ বছর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে দুই হাজার ৮৪৫ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির,ব্যবসায়ী সবুজ মিয়া উপস্থিত ছিলেন।

কলাপাড়া এলএসডি মনিরুজ্জামান জানান, প্রতি ২৬ টাকা দরে ১০৪০ টাকা মন ধরে এ ধান ক্রয় করা হবে। প্রান্তিক থেকে শুরু করে যে কৃষকরা আগে আসবে তাদের ধান আগে ক্রয় করা হবে। প্রথমদিনে কৃষক ননী গোপাল রায়ের কাছ থেকে তিন টন ধান ক্রয় করা হয়। তবে মাইকিং ও প্রচারণা না থাকায় কৃষকদের আগ্রহ ছিলো খুবই কম। অনেক কৃষক এ ধান ক্রয়ের বিষয়টি জানেন না বলে জানান।

(এম/এসপি/ডিসেম্বর ১২, ২০১৯)