গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির আয়োজনে ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করণ এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও প্রভাব শালী সিন্ডিকেটের হাত থেকে রক্ষা এবং দূর্নীতিমুক্তর দাবিতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও স্বারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)সকালে উপজেলা রোডের এনসিডিপি মার্কেট সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওর্য়াকার্স পাটির সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক জননেতা এম এ মতিন মো, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , সেচ পাম্প মালিক সমিতির সভপাতি আবুল কাসেম সহ বিভিন্ন এলাকা থেকে আশা সাধারণ কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেন।

(এস/এসপি/ডিসেম্বর ১২, ২০১৯)