সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৯শ ৭৩ মেট্রিক টন আমন ধান ক্রয় করবে খাদ্য বিভাগ। ২০১৯ -২০২০ আমন সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কমিটির সভাপতি আল-ইমরান রুহুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে খাদ্য গোদাম প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানান, প্রতি জন কৃষকের কাছ থেকে এক মেট্রিক টন করে ১ হাজার ৯শ ৭৩ মেট্রিক টন আমন ধান কেনা হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, ২৬ টাকা কেজি দরে প্রতি মন ধানের দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম সামসুদ্দিন আহাম্মদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবীর আহম্মেদ খান রুজেল, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হান্নান ভূঞা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এসবি/এসপি/ডিসেম্বর ১২, ২০১৯)