স্পোর্টস ডেস্ক : নতুন আসরের প্রথম দুইদিনের প্রথম ম্যাচেই জয় পেয়েছে টস জিতে আগে ফিল্ডিং করা দল। এই ফর্মূলা ধরেই দ্বিতীয় দিন ঢাকা প্লাটুনের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল রাজশাহী রয়্যালস।

তাই টুর্নামেন্টের তৃতীয় দিনের প্রথম ম্যাচেও সিলেট থান্ডার্সের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে সিলেট।

নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছিল রাজশাহী। তবে আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে গিয়েছিল সিলেট।

সিলেট থান্ডার্স একাদশ

রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, জীবন মেন্ডিস, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন মিলন, এবাদত হোসেন, ক্রিসমার সান্টোকি, নাইম হাসান ও নবীন উল হক।

রাজশাহী রয়্যালস একাদশ

হযরতউল্লাহ জাজাই, লিটন দাস, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৩, ২০১৯)