মিনতি

সৃষ্টির স্রষ্টা, তুমি সব দ্রষ্টা
দূরন্ত দুর্বার
আকাশে, বাতাসে, আমাতেও মিশে আছো
সব অনিয়ম ভেঙে কর চুড়মার।
সাইক্লোন, ঝড়, ঝঞ্জা, আগুন
আকাশের তারা, চাঁদের হাসিতেও
মিশে আছো তুমি
ফুলে ফুলে মৌ-মাছিতেও করছো গুণগুণ।

তুমি ব্রহ্ম, নিরাকার
তুমিই সব আধার
আবার চাইলেই হতে পারো
স্ব-গুণে সাকার।

তুমি সুন্দর, ফুল ও ফুলের গন্ধ
তোমার সব কিছুতেই আনন্দ
মানব কোলে জন্ম দিয়ে
আমারে করেছো ধন্য।

মিনতি আমার তোমায়
সদা রাখি যেন স্মরণ
আমার মাঝেই তোমার প্রকাশ
জন্মিলেই মরণ।