বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

শনিবার সকাল আটটায় বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদেও সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ট সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন।

(এসএকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৯)