নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মোতালেব খানের ছেলে রবিউল ইসলাম খান (৩২), মির্জাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শামীমুর রহমান (৪০), ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর কর্মকারপাড়া এলাকার কালিপদ কর্মকারের ছেলে সুদীপ কর্মকার (৫১) ও খুলনার খালিশপুর থানাধীন ৭ নম্বর মনোয়ারা জুট কোম্পানি ঘাট এলাকার ইয়াদ আলী খাঁর ছেলে রেজাউল করিম খাঁ (২০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের মেজর আশরাফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের রবিউলের বাড়িতে অভিযান চালায়।

এসময় ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরসহ চার জনকে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক কোটি ৩৬ লাখ টাকা বলে তিনি জানান।

(টিএআর/এটিআর/আগস্ট ০৫, ২০১৪)