ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব ও বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ার চেয়ারম্যান আব্দুস সালাম খান, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, গবেষক অধ্যাপক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী ।
সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।

বক্তব্য রাখেন, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান কামাল, মুক্তিযোদ্ধা ও সম্পাদক ফজলুর রহমান ফান্টু, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি ও ঈশ্বরদীর কাগজের সম্পাদক কে এম আবুল বাসার, সহ-সভাপতি হাসানুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, দুর্নীতী প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক শাহীন, সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ মালিথা প্রমুখ।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৯)