আন্তর্জাতিক ডেস্ক : নেপালে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু মানুষ। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সিন্ধুপালচোক জেলায় রোববার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।

নেপালের কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ভক্তপুর এলাকায় ফিরছিল বাসটি। সকাল সাড়ে আটটার দিকে সানকোশি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওই দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। পুলিশকে উদ্ধারকাজে সহায়তা করেছে স্থানীয় লোকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত শনিবার পুরাতন কাওয়াসোতি বাজারে একটি বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়। ওই বাসটিতে নেপালের সেনাবাহিনীর সদস্যরা ছিলেন।

গত নভেম্বরের ২৭ তারিখে নেপালের আর্ঘাখানচি জেলায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৯)