পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ১৫ ই ডিসেম্বর অভিবক্ত বাংলার খ্যাতিমান সাহিত্যিক ফরিদপুর তথা পাংশার কৃতি সন্তান মোহাম্মাদ এয়াকুব আলী চৌধুরীর ৭৯ তম মৃত্যু বার্ষিকী যথাযগ্য মর্যাদায় পলিত হয়েছে। 

এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গীতে এয়াকুব আলী চৌধুরীর মাজারে পুষ্পস্তবক অর্পন, মাজার জিয়ারত, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যেদিয়ে পালিত হয়েছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখের পরিবারের পক্ষে মোঃ নওশাদ আলী চৌধুরী, সাহিত্যেকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন, পাংশা পৌর মেয়র আদুল আল মাসুদ, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা আইডিয়াল গার্ল কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নন ।

এয়াকুব আলী চৌধুরীর মাজারে পুষ্পস্তবক অর্পন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাংশা মডেল থানা,এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার,পাংশা সরকারী কলেজ,পাংশা মহিলা ডিগ্রি কলেজ, পাংশা আইডিয়াল গার্ল কলেজ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপিঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, পাংশা ও কালুখালী শিক্ষা কল্যান ট্রাষ্ট, ডাঃ আসজাদ প্রি-ক্যাডেট স্কুল।

বক্তাগণ সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সংরক্ষনে সরকারী ভাবে দিবসটি পালনের আহব্বান জানান।

(এস/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৯)