নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার প্রত্যুশে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা চত্বরে শিশু কিশোরদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছমিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, গোলাম সরোয়ার ছানা, দেওয়ান আরশাফ প্রমূখ। এ সময় বিজয় দিবসে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক ভাবে দলীয় অফিসে দিনব্যাপী নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। হিতৈষী নামক স্বেচ্ছাসেবক সংগঠন দিনব্যাপী উপজেলা অফিসার্স ক্লাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।

দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলার চরডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এলাকাবাসী।

(আরএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)