মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। প্রত্যুষে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা মুক্তিযোদ্ধা ফলকে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ অনুষ্টান, প্রীতি ফুটবল খেলা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সারে আটটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন। উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মোঃ আল আমীনের সঞ্চালনায় বিজয় দিবসে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্টানের উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত করেন এবং নেচে গেয়ে বিজয় দিবস উদ্যাপন করা হয়।

(ইউজি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)