রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। 

সোমবার দিবসটি উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও বিভিন্ন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের সহধর্মীনি মোছা: সুলতানা পারভীন বিউটি।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং সহ আরো অনেকেই। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল সপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অপরদিকে রাণীনগর উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পাটি, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবসহ রাণীনগর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণসহ নানা কর্মসূচি পালন করে।

(এসকেপি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)