গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান বিজয় দিবসে ময়মনসিংহের গৌরীপুর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপজেলায় ১৩৮ জন জীবিত মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড প্রদান করা হয়। 

সোমবার দুপুরে পাবলিক হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে এ কার্ড দেয়া হয়। এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মোঃ রহিমুদ্দিন, আবুল কালাম আজাদ।

এতে উপস্থিত ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, সাবেক এমপি রওশন আরা নজরুল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম মনজুর ভাই ম. নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকারসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)