হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহান বিজয় দিবসের পূষ্প র্স্তবক অর্পণের সময় আ’লীগ ও ছাত্রলীগ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি হরিপুর উপজেলা পরিষদ সংলগ্ন স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনসহ সবার সামনে ঘটে। পরে তাৎক্ষনিক ঘটনাস্থল পুলিশ নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, সোমবার যথাযোগ্য নিয়মে স্মৃতিসৌধে পুষ্পর্স্তবক অর্পণ করেন জেলা ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন সাধারণ সম্পাদক ইউসুফসহ উপজেলার নেতাকর্মিরা।

এরপর পরেই আবারো উপজেলা ছাত্রলীগের ব্যানারে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোজাফ্ফর আহম্মেদ মানিকের নেতৃত্বে স্মৃতি সৌধে ফুলের ডালা নিয়ে পুস্পর্স্তবক অপণ করতে আসেন কিছু লোক। সে-সময় জেলা ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ তাদের স্মৃতিসৌধে উঠতে বাধা প্রদান করে। এতেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ বলেন,আ’লীগ নেতা মানিক বিএনপি জামায়াতের অনুসারীদের দিয়ে মনগড়া ছাত্রলীগ তৈরী করার অংশ হিসাবে তিনি এখানে ছাত্রলীগ ব্যানারে পুষ্পর্স্তবক অর্পণ করতে এসেছিলেন। তাই আমরা তা ঠেকিয়েছি।

এ্যাডভোকেট মোজাফ্ফর আহম্মেদ মানিকের বক্তব্য নিতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাতে সাড়া দেন নি।

(কেএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)