রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বাবুরহাট ব্লাড ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং শুরু হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন মধ্য রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম ও  বাবুরহাট ব্লাড ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জালাল উদ্দিন রানা।

এসময় বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা দেন রায়পুর মেঘনা হাসপাতালের ডাঃ মামুন রানা, গাইনি ডাঃ লুভনা সরকার ও দাঁদের ডাঃ মুকবুল আহম্মেদ। দিনব্যাপী চিকিৎসা সেবায় দেড় শতাধিক অসহায়-গরিব শিশু ও নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা করেন ব্লাড ক্লাবের উপদেষ্টা আসিফ রুহুল আরিফ, কমিটির সভাপতি হোসেন মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহীন হোসেনসহ এডমিন এবং সদস্যরা। এছাড়াও আর আগে এলাকার হতদরিদ্র ২’শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি।

(এস/এসপি/ডিসেম্বর ১৭, ২০১৯)